আত তাকাসুর-প্রাচুর্যের প্রতিযোগিতা

সূরা: ১০২, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০০, আয়াত ৮।

[১]

أَلهاكُمُ التَّكاثُرُ


প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।

[২]

حَتّى زُرتُمُ المَقابِرَ


যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।

[৩]

كَلّا سَوفَ تَعلَمونَ


কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,

[৪]

ثُمَّ كَلّا سَوفَ تَعلَمونَ


তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।

[৫]

كَلّا لَو تَعلَمونَ عِلمَ اليَقينِ


কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে!

[৬]

لَتَرَوُنَّ الجَحيمَ


তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে;

[৭]

ثُمَّ لَتَرَوُنَّها عَينَ اليَقينِ


তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে।

[৮]

ثُمَّ لَتُسأَلُنَّ يَومَئِذٍ عَنِ النَّعيمِ


তারপর সেদিন অবশ্যই তোমরা নিআমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

Leave a comment