সূরা: ১১০, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০৩, আয়াত ৩।
[১]
إِذا جاءَ نَصرُ اللَّهِ وَالفَتحُ
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
[২]
وَرَأَيتَ النّاسَ يَدخُلونَ في دينِ اللَّهِ أَفواجًا
আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,
[৩]
فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَاستَغفِرهُ إِنَّهُ كانَ تَوّابًا
তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।
