আন নাস-মানব জাতি

সূরা: ১১৪, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০৪,আয়াত ৬।

[১]

قُل أَعوذُ بِرَبِّ النّاسِ


বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,

[২]

مَلِكِ النّاسِ


মানুষের অধিপতি,

[৩]

إِلهِ النّاسِ


মানুষের ইলাহ-এর কাছে,

[৪]

مِن شَرِّ الوَسواسِ الخَنّاسِ

বায়ান ফাউন্ডেশন:
কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে।

[৫]

الَّذي يُوَسوِسُ في صُدورِ النّاسِ


যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়।

[৬]

مِنَ الجِنَّةِ وَالنّاسِ


জিন ও মানুষ থেকে।

Leave a comment