সূরা: ১০৩, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০১, আয়াত ৩।
[১]
وَالعَصرِ
বায়ান ফাউন্ডেশন:
সময়ের কসম,
[২]
إِنَّ الإِنسانَ لَفي خُسرٍ
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
[৩]
إِلَّا الَّذينَ آمَنوا وَعَمِلُوا الصّالِحاتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ
তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
