সূরা: ১১২, পাড়া: ৩০, পৃষ্ঠা ৬০৪, আয়াত:৪।
[১]
قُل هُوَ اللَّهُ أَحَدٌ
বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
[২]
اللَّهُ الصَّمَدُ
আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
[৩]
لَم يَلِد وَلَم يولَد
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।
[৪]
وَلَم يَكُن لَهُ كُفُوًا أَحَدٌ
আর তাঁর কোন সমকক্ষও নেই।
