আল কাওসার-প্রাচুর্য

সূরা: ১০৮, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০২, আয়াত ৩।

[১]

إِنّا أَعطَيناكَ الكَوثَرَ


নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।

[২]

فَصَلِّ لِرَبِّكَ وَانحَر


অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর। \n\nঅর্থ কুরবানী কর।

[৩]

إِنَّ شانِئَكَ هُوَ الأَبتَرُ


নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।

Leave a comment