সূরা: ১০৫, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০১, আয়াত ৫।
[১]
أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِأَصحابِ الفيلِ
তুমি কি দেখনি তোমার রব হাতীওয়ালাদের সাথে কী করেছিলেন?
[২]
أَلَم يَجعَل كَيدَهُم في تَضليلٍ
তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?
[৩]
وَأَرسَلَ عَلَيهِم طَيرًا أَبابيلَ
আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন।
[৪]
تَرميهِم بِحِجارَةٍ مِن سِجّيلٍ
তারা তাদের ওপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর।
[৫]
فَجَعَلَهُم كَعَصفٍ مَأكولٍ
অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্যপাতার ন্যায়।
