আল লাহাব-জ্বলন্ত অংগার

সূরা: ১১১, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০৩, আয়াত ৫।

[১]

تَبَّت يَدا أَبي لَهَبٍ وَتَبَّ


ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

[২]

ما أَغنى عَنهُ مالُهُ وَما كَسَبَ


তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না।

[৩]

سَيَصلى نارًا ذاتَ لَهَبٍ


অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।

[৪]

وَامرَأَتُهُ حَمّالَةَ الحَطَبِ


আর তার স্ত্রী লাকড়ি বহনকারী,

[৫]

في جيدِها حَبلٌ مِن مَسَدٍ


তার গলায় পাকানো দড়ি।

Leave a comment