সূরা: ১০৪, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০১, আয়াত ৯।
[১]
وَيلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী।
[২]
الَّذي جَمَعَ مالًا وَعَدَّدَهُ
যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।
[৩]
يَحسَبُ أَنَّ مالَهُ أَخلَدَهُ
সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে।
[৪]
كَلّا لَيُنبَذَنَّ فِي الحُطَمَةِ
কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়।
[৫]
وَما أَدراكَ مَا الحُطَمَةُ
আর কিসে তোমাকে জানাবে হুতামা কি?
[৬]
نارُ اللَّهِ الموقَدَةُ
আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।
[৭]
الَّتي تَطَّلِعُ عَلَى الأَفئِدَةِ
যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে।
[৮]
إِنَّها عَلَيهِم مُؤصَدَةٌ
নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।
[১০৪:৯] আল হুমাযাহ
في عَمَدٍ مُمَدَّدَةٍ
প্রলম্বিত স্তম্ভসমূহে।
