কুরাইশ-কুরাইশ গোত্র

সূরা: ১০৬, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০২, আয়াত ৪।

[১]

لِإيلافِ قُرَيشٍ


যেহেতু কুরাইশ অভ্যস্ত,

[২]

إيلافِهِم رِحلَةَ الشِّتاءِ وَالصَّيفِ


শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়।

[৩]

فَليَعبُدوا رَبَّ هذَا البَيتِ


অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে,

[৪]

الَّذي أَطعَمَهُم مِن جوعٍ وَآمَنَهُم مِن خَوفٍ


যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

Leave a comment