সূরা:১০০ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৯ ,আয়াত ১১।
[১]
وَالعادِياتِ ضَبحًا
কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
[২]
فَالمورِياتِ قَدحًا
অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,
[৩]
فَالمُغيراتِ صُبحًا
অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,
[৪]
فَأَثَرنَ بِهِ نَقعًا
অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,
[৫]
فَوَسَطنَ بِهِ جَمعًا
অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;
[৬]
إِنَّ الإِنسانَ لِرَبِّهِ لَكَنودٌ
নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
[৭]
وَإِنَّهُ عَلى ذلِكَ لَشَهيدٌ
আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।
[৮]
وَإِنَّهُ لِحُبِّ الخَيرِ لَشَديدٌ
আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।
[৯]
أَفَلا يَعلَمُ إِذا بُعثِرَ ما فِي القُبورِ
তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?
[১০]
وَحُصِّلَ ما فِي الصُّدورِ
আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।[১১]
إِنَّ رَبَّهُم بِهِم يَومَئِذٍ لَخَبيرٌ
নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।
