আল ক্বাদর- মহিমান্বিত

সূরা:৯৭,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৮ ,আয়াত ৫।

[১]

إِنّا أَنزَلناهُ في لَيلَةِ القَدرِ


নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’

[২]

وَما أَدراكَ ما لَيلَةُ القَدرِ


তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?

[৩]

لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ


‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।

[৪]

تَنَزَّلُ المَلائِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ


সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।

[৫]

سَلامٌ هِيَ حَتّى مَطلَعِ الفَجرِ


শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।

Leave a comment