সূরা:৯৯ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৯ ,আয়াত ৮৮।
[১]
إِذا زُلزِلَتِ الأَرضُ زِلزالَها
যখন প্রচন্ড কম্পনে যমীন প্রকম্পিত হবে।
[২]
وَأَخرَجَتِ الأَرضُ أَثقالَها
আর যমীন তার বোঝা বের করে দেবে,
[৩]
وَقالَ الإِنسانُ ما لَها
আর মানুষ বলবে, ‘এর কী হল?’
[৪]
يَومَئِذٍ تُحَدِّثُ أَخبارَها
সেদিন যমীন তার বৃত্তান্ত বর্ণনা করবে,
[৫]
بِأَنَّ رَبَّكَ أَوحى لَها
যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।
[৬]
يَومَئِذٍ يَصدُرُ النّاسُ أَشتاتًا لِيُرَوا أَعمالَهُم
সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম।
[৭]
فَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ خَيرًا يَرَهُ
অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে,
[৮]
وَمَن يَعمَل مِثقالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।
