আত ত্বীন- ডুমুর

সূরা:৯৫ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৭ ,আয়াত ৮।

[১]

وَالتّينِ وَالزَّيتونِ


কসম ‘তীন ও যায়তূন’ এর।

[২]

وَطورِ سينينَ


কসম ‘সিনাই’ পর্বতের,

[৩]

وَهذَا البَلَدِ الأَمينِ


কসম এই নিরাপদ নগরীর।

[৪]

لَقَد خَلَقنَا الإِنسانَ في أَحسَنِ تَقويمٍ


অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।

[৫]

ثُمَّ رَدَدناهُ أَسفَلَ سافِلينَ


তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।

[৬]

إِلَّا الَّذينَ آمَنوا وَعَمِلُوا الصّالِحاتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ


তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

[৭]

فَما يُكَذِّبُكَ بَعدُ بِالدّينِ

বায়ান ফাউন্ডেশন:
সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?

[৮]

أَلَيسَ اللَّهُ بِأَحكَمِ الحاكِمينَ


আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?

Leave a comment