সূরা:৯৩ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৬ ,আয়াত ১১।
[১]
وَالضُّحى
কসম পূর্বাহ্নের,
[২]
وَاللَّيلِ إِذا سَجى
কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।
[৩]
ما وَدَّعَكَ رَبُّكَ وَما قَلى
তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।
[৪]
وَلَلآخِرَةُ خَيرٌ لَكَ مِنَ الأولى
আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।
[৫]
وَلَسَوفَ يُعطيكَ رَبُّكَ فَتَرضى
আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
[৬]
أَلَم يَجِدكَ يَتيمًا فَآوى
তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
[৭]
وَوَجَدَكَ ضالًّا فَهَدى
আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।
[৮]
وَوَجَدَكَ عائِلًا فَأَغنى
তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।
[৯]
فَأَمَّا اليَتيمَ فَلا تَقهَر
সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
[১০]
وَأَمَّا السّائِلَ فَلا تَنهَر
আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।
[১১]
وَأَمّا بِنِعمَةِ رَبِّكَ فَحَدِّث
আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।
