আল ইনশিরাহ- বক্ষ প্রশস্তকরণ

সূরা:৯৪ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৬ ,আয়াত ৮।

[১]

أَلَم نَشرَح لَكَ صَدرَكَ


আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?

[২]

وَوَضَعنا عَنكَ وِزرَكَ


আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা,

[৩]

الَّذي أَنقَضَ ظَهرَكَ


যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।

[৪]

وَرَفَعنا لَكَ ذِكرَكَ


আর আমি তোমার (মর্যাদার) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।

[৫]

فَإِنَّ مَعَ العُسرِ يُسرًا


সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ।

[৬]

إِنَّ مَعَ العُسرِ يُسرًا


নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ।

[৭]

فَإِذا فَرَغتَ فَانصَب


অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও।

[৮]

وَإِلى رَبِّكَ فَارغَب


আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।

Leave a comment