সূরা:৯২ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৫ ,আয়াত ২১।
[১]
وَاللَّيلِ إِذا يَغشى
কসম রাতের, যখন তা ঢেকে দেয়।
[২]
وَالنَّهارِ إِذا تَجَلّى
বায়ান ফাউন্ডেশন:
কসম দিনের, যখন তা আলোকিত হয়।
[৩]
وَما خَلَقَ الذَّكَرَ وَالأُنثى
কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
[৪]
إِنَّ سَعيَكُم لَشَتّى
নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।
[৫]
فَأَمّا مَن أَعطى وَاتَّقى
সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে,
[৬]
وَصَدَّقَ بِالحُسنى
আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে,
[৭]
فَسَنُيَسِّرُهُ لِليُسرى
আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব।
[৮]
وَأَمّا مَن بَخِلَ وَاستَغنى
আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,
[৯]
وَكَذَّبَ بِالحُسنى
আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে,
[১০]
فَسَنُيَسِّرُهُ لِلعُسرى
আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব।
[১১]
وَما يُغني عَنهُ مالُهُ إِذا تَرَدّى
আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।
[১২]
إِنَّ عَلَينا لَلهُدى
নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।
[১৩]
وَإِنَّ لَنا لَلآخِرَةَ وَالأولى
আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল।
[১৪]
فَأَنذَرتُكُم نارًا تَلَظّى
অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,
[১৫]
لا يَصلاها إِلَّا الأَشقَى
তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না;
[১৬]
الَّذي كَذَّبَ وَتَوَلّى
যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
[১৭]
وَسَيُجَنَّبُهَا الأَتقَى
আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।
[১৮]
الَّذي يُؤتي مالَهُ يَتَزَكّى
যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে,
[১৯]
وَما لِأَحَدٍ عِندَهُ مِن نِعمَةٍ تُجزى
আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে।
[২০]
إِلَّا ابتِغاءَ وَجهِ رَبِّهِ الأَعلى
কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়।
[২১]
وَلَسَوفَ يَرضى
আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।
