আত তারিক্ব-রাতের আগন্ত্তক

সূরা:৮৬ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯১ ,আয়াত ১৭।

[১]

وَالسَّماءِ وَالطّارِقِ


কসম আসমানের ও রাতে আগমনকারীর।

[২]

وَما أَدراكَ مَا الطّارِقُ


আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?

[৩]

النَّجمُ الثّاقِبُ


উজ্জ্বল নক্ষত্র।

[৪]

إِن كُلُّ نَفسٍ لَمّا عَلَيها حافِظٌ


প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।

[৫]

فَليَنظُرِ الإِنسانُ مِمَّ خُلِقَ


অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?

[৬]

خُلِقَ مِن ماءٍ دافِقٍ


তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।

[৭]

يَخرُجُ مِن بَينِ الصُّلبِ وَالتَّرائِبِ


যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।

[৮]

إِنَّهُ عَلى رَجعِهِ لَقادِرٌ


নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।

[৯]

يَومَ تُبلَى السَّرائِرُ

বায়ান ফাউন্ডেশন:
যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।

[১০]

فَما لَهُ مِن قُوَّةٍ وَلا ناصِرٍ


অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।

[১১]

وَالسَّماءِ ذاتِ الرَّجعِ


বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।

[১২]

وَالأَرضِ ذاتِ الصَّدعِ


কসম বিদীর্ণ যমীনের।

[১৩]

إِنَّهُ لَقَولٌ فَصلٌ


নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।

[১৪]

وَما هُوَ بِالهَزلِ


আর তা অনর্থক নয়।

[১৫]

إِنَّهُم يَكيدونَ كَيدًا


নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।

[১৬]

وَأَكيدُ كَيدًا


আর আমিও ভীষণ কৌশল করছি।

[১৭]

فَمَهِّلِ الكافِرينَ أَمهِلهُم رُوَيدًا


অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।

Leave a comment