সূরা:৮৭ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯১ ,আয়াত ১৯।
[১]
سَبِّحِ اسمَ رَبِّكَ الأَعلَى
তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,
[২]
الَّذي خَلَقَ فَسَوّى
যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।
[৩]
وَالَّذي قَدَّرَ فَهَدى
আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।
[৪]
وَالَّذي أَخرَجَ المَرعى
আর যিনি তৃণ-লতা বের করেন।
[৫]
فَجَعَلَهُ غُثاءً أَحوى
তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।
[৬]
سَنُقرِئُكَ فَلا تَنسى
আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।
[৭]
إِلّا ما شاءَ اللَّهُ إِنَّهُ يَعلَمُ الجَهرَ وَما يَخفى
আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।
[৮]
وَنُيَسِّرُكَ لِليُسرى
আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।
[৯]
فَذَكِّر إِن نَفَعَتِ الذِّكرى
অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।
[১০]
سَيَذَّكَّرُ مَن يَخشى
সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।
[১১]
وَيَتَجَنَّبُهَا الأَشقَى
আর হতভাগাই তা এড়িয়ে যায়।
[১২]
الَّذي يَصلَى النّارَ الكُبرى
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
[১৩]
ثُمَّ لا يَموتُ فيها وَلا يَحيى
তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।
[১৪]
قَد أَفلَحَ مَن تَزَكّى
অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,
[১৫]
وَذَكَرَ اسمَ رَبِّهِ فَصَلّى
আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।
[১৬]
بَل تُؤثِرونَ الحَياةَ الدُّنيا
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।
[১৭]
وَالآخِرَةُ خَيرٌ وَأَبقى
অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।
[১৮]
إِنَّ هذا لَفِي الصُّحُفِ الأولى
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।
[১৯]
صُحُفِ إِبراهيمَ وَموسى
ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।
