সূরা:৮২ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৭ ,আয়াত ১৯।
[১]
إِذَا السَّماءُ انفَطَرَت
যখন আসমান বিদীর্ণ হবে।
[২]
وَإِذَا الكَواكِبُ انتَثَرَت
আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।
[৩]
وَإِذَا البِحارُ فُجِّرَت
আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে।
[৪]
وَإِذَا القُبورُ بُعثِرَت
আর যখন কবরগুলো উন্মোচিত হবে।
[৫]
عَلِمَت نَفسٌ ما قَدَّمَت وَأَخَّرَت
:
তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।
[৬]
يا أَيُّهَا الإِنسانُ ما غَرَّكَ بِرَبِّكَ الكَريمِ
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?
[৭]
الَّذي خَلَقَكَ فَسَوّاكَ فَعَدَلَكَ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।
[৮]
في أَيِّ صورَةٍ ما شاءَ رَكَّبَكَ
যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।
[৯]
كَلّا بَل تُكَذِّبونَ بِالدّينِ
কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।
[১০]
وَإِنَّ عَلَيكُم لَحافِظينَ
আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।
[১১]
كِرامًا كاتِبينَ
সম্মানিত লেখকবৃন্দ।
[১২]
يَعلَمونَ ما تَفعَلونَ
তারা জানে, যা তোমরা কর।
[১৩]
إِنَّ الأَبرارَ لَفي نَعيمٍ
নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে।
[১৪]
وَإِنَّ الفُجّارَ لَفي جَحيمٍ
আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।
[১৫]
يَصلَونَها يَومَ الدّينِ
তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।
[১৬]
وَما هُم عَنها بِغائِبينَ
আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।
[১৭]
وَما أَدراكَ ما يَومُ الدّينِ
আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
[১৮]
ثُمَّ ما أَدراكَ ما يَومُ الدّينِ
তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
[১৯]
يَومَ لا تَملِكُ نَفسٌ لِنَفسٍ شَيئًا وَالأَمرُ يَومَئِذٍ لِلَّهِ
সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে।
