আল জ্বিন-জ্বিন সম্প্রদায়

সূরা:৭২ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৭২ ,আয়াত ২৮। [১] قُل أوحِيَ إِلَيَّ أَنَّهُ استَمَعَ نَفَرٌ مِنَ الجِنِّ فَقالوا إِنّا سَمِعنا قُرآنًا عَجَبًا বল, ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে। অতঃপর বলেছে, ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি, [২] يَهدي إِلَى الرُّشدِ فَآمَنّا بِهِ وَلَن نُشرِكَ بِرَبِّنا أَحَدًا যা সত্যের দিকে হিদায়াত … Continue reading আল জ্বিন-জ্বিন সম্প্রদায়

আল মুযযাম্মিল- বস্ত্রাচ্ছাদনকারী

সূরা:৭৩ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৭৪ ,আয়াত ২০। [১] يا أَيُّهَا المُزَّمِّلُ হে চাদর আবৃত! [২] قُمِ اللَّيلَ إِلّا قَليلًا রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। [৩] نِصفَهُ أَوِ انقُص مِنهُ قَليلًا রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। [৪] أَو زِد عَلَيهِ وَرَتِّلِ القُرآنَ تَرتيلًا অথবা তার চেয়ে একটু বাড়াও। আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর। … Continue reading আল মুযযাম্মিল- বস্ত্রাচ্ছাদনকারী

আল মুদ্দাসসির-পোশাক পরিহিত

সূরা:৭৪ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৭৫ ,আয়াত ৫৬। [১] يا أَيُّهَا المُدَّثِّرُ হে বস্ত্রাবৃত! [২] قُم فَأَنذِر উঠ, অতঃপর সতর্ক কর। [৩] وَرَبَّكَ فَكَبِّر আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। [৪] وَثِيابَكَ فَطَهِّر আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর। [৫] وَالرُّجزَ فَاهجُر আর অপবিত্রতা বর্জন কর। [৬] وَلا تَمنُن تَستَكثِرُ আর অধিক পাওয়ার আশায় দান করো না। [৭] وَلِرَبِّكَ … Continue reading আল মুদ্দাসসির-পোশাক পরিহিত

আল ক্বিয়ামাহ্-পুনরত্থান

সূরা:৭৫ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৭৭ ,আয়াত ৪০। [১] لا أُقسِمُ بِيَومِ القِيامَةِ আমি কসম করছি কিয়ামতের দিনের! [২] وَلا أُقسِمُ بِالنَّفسِ اللَّوّامَةِ আমি আরো কসম করছি আত্ম-ভৎর্সনাকারী আত্মার! [৩] أَيَحسَبُ الإِنسانُ أَلَّن نَجمَعَ عِظامَهُ মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না? [৪] بَلى قادِرينَ عَلى أَن نُسَوِّيَ بَنانَهُ হ্যাঁ, আমি তার আংগুলের … Continue reading আল ক্বিয়ামাহ্-পুনরত্থান

আদ দাহর-মানুষ

সূরা:৭৬ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৭৮ ,আয়াত ৩১। [১] هَل أَتى عَلَى الإِنسانِ حينٌ مِنَ الدَّهرِ لَم يَكُن شَيئًا مَذكورًا মানুষের উপর কি কালের এমন কোন ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? [২] إِنّا خَلَقنَا الإِنسانَ مِن نُطفَةٍ أَمشاجٍ نَبتَليهِ فَجَعَلناهُ سَميعًا بَصيرًا আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি … Continue reading আদ দাহর-মানুষ

আল মুরসালাত-প্রেরিত পুরুষগণ

সূরা:৭৭ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৮০ ,আয়াত ৫০। [১] وَالمُرسَلاتِ عُرفًا কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের, [২] فَالعاصِفاتِ عَصفًا আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার। [৩] وَالنّاشِراتِ نَشرًا কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর, [৪] فَالفارِقاتِ فَرقًا আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)। [৫] فَالمُلقِياتِ ذِكرًا অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের), [৬] عُذرًا أَو نُذرًا অজুহাত দূরকারী ও সতর্ককারী। [৭] … Continue reading আল মুরসালাত-প্রেরিত পুরুষগণ

আন্ নাবা-মহাসংবাদ

সূরা:৭৮ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮২ ,আয়াত ৪০। [১] عَمَّ يَتَساءَلونَ কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ? [২] عَنِ النَّبَإِ العَظيمِ মহাসংবাদটি সম্পর্কে, [৩] الَّذي هُم فيهِ مُختَلِفونَ যে বিষয়ে তারা মতভেদ করছে। [৪] كَلّا سَيَعلَمونَ কখনো না, অচিরেই তারা জানতে পারবে। [৫] ثُمَّ كَلّا سَيَعلَمونَ তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে। [৬] أَلَم نَجعَلِ … Continue reading আন্ নাবা-মহাসংবাদ

আন নাযিয়াত-প্রচেষ্টাকারী

সূরা:৭৯ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৩ ,আয়াত ৪৬। [১] وَالنّازِعاتِ غَرقًا কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* \n\n* ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে। [২] وَالنّاشِطاتِ نَشطًا আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের। [৩] وَالسّابِحاتِ سَبحًا আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের। [৪] فَالسّابِقاتِ سَبقًا আর দ্রুতবেগে অগ্রসরমানদের। [৫] فَالمُدَبِّراتِ أَمرًا অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের। [৬] يَومَ تَرجُفُ الرّاجِفَةُ … Continue reading আন নাযিয়াত-প্রচেষ্টাকারী

আবাসা-তিনি ভ্রুকুটি করলেন

সূরা:৮০ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৫ ,আয়াত ৪২। [১] عَبَسَ وَتَوَلّى সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। \n\n*মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। [২] أَن جاءَهُ الأَعمى কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। \n\n* আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম [৩] وَما يُدريكَ لَعَلَّهُ يَزَّكّى আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত। [৪] أَو يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكرى অথবা … Continue reading আবাসা-তিনি ভ্রুকুটি করলেন

আত তাকভীর-অন্ধকারাচ্ছন্ন

সূরা:৮১ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৬ ,আয়াত ২৯। [১] إِذَا الشَّمسُ كُوِّرَت যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে। [২] وَإِذَا النُّجومُ انكَدَرَت আর নক্ষত্ররাজি যখন পতিত হবে। [৩] وَإِذَا الجِبالُ سُيِّرَت আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে। [৪] وَإِذَا العِشارُ عُطِّلَت আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে। [৫] وَإِذَا الوُحوشُ حُشِرَت আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে। … Continue reading আত তাকভীর-অন্ধকারাচ্ছন্ন