আল ইন্‌ফিতার-বিদীর্ণ করা

সূরা:৮২ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৭ ,আয়াত ১৯। [১] إِذَا السَّماءُ انفَطَرَت যখন আসমান বিদীর্ণ হবে। [২] وَإِذَا الكَواكِبُ انتَثَرَت আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। [৩] وَإِذَا البِحارُ فُجِّرَت আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে। [৪] وَإِذَا القُبورُ بُعثِرَت আর যখন কবরগুলো উন্মোচিত হবে। [৫] عَلِمَت نَفسٌ ما قَدَّمَت وَأَخَّرَت :তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে … Continue reading আল ইন্‌ফিতার-বিদীর্ণ করা

আত মুত্বাফফিফীন-প্রতারণা করা

সূরা:৮৩ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৭ ,আয়াত ৩৬। [১] وَيلٌ لِلمُطَفِّفينَ ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। [২] الَّذينَ إِذَا اكتالوا عَلَى النّاسِ يَستَوفونَ যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে। [৩] وَإِذا كالوهُم أَو وَزَنوهُم يُخسِرونَ আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। [৪] أَلا يَظُنُّ أُولئِكَ أَنَّهُم … Continue reading আত মুত্বাফফিফীন-প্রতারণা করা

আল ইনশিকাক-খন্ড বিখন্ড করণ

সূরা:৮৪ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৮৯ ,আয়াত ২৫। [১] إِذَا السَّماءُ انشَقَّت যখন আসমান ফেটে যাবে। [২] وَأَذِنَت لِرَبِّها وَحُقَّت আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়। [৩] وَإِذَا الأَرضُ مُدَّت আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে। [৪] وَأَلقَت ما فيها وَتَخَلَّت আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। [৫] … Continue reading আল ইনশিকাক-খন্ড বিখন্ড করণ

আল বুরুজ-নক্ষত্রপুন্জ

সূরা:৮৫ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯০ ,আয়াত ২২। [১] وَالسَّماءِ ذاتِ البُروجِ কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম, [২] وَاليَومِ المَوعودِ আর ওয়াদাকৃত দিনের কসম, [৩] وَشاهِدٍ وَمَشهودٍ আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার, [৪] قُتِلَ أَصحابُ الأُخدودِ ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, [৫] النّارِ ذاتِ الوَقودِ (যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন। [৬] إِذ هُم عَلَيها قُعودٌ যখন … Continue reading আল বুরুজ-নক্ষত্রপুন্জ

আত তারিক্ব-রাতের আগন্ত্তক

সূরা:৮৬ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯১ ,আয়াত ১৭। [১] وَالسَّماءِ وَالطّارِقِ কসম আসমানের ও রাতে আগমনকারীর। [২] وَما أَدراكَ مَا الطّارِقُ আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী? [৩] النَّجمُ الثّاقِبُ উজ্জ্বল নক্ষত্র। [৪] إِن كُلُّ نَفسٍ لَمّا عَلَيها حافِظٌ প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে। [৫] فَليَنظُرِ الإِنسانُ مِمَّ خُلِقَ অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী … Continue reading আত তারিক্ব-রাতের আগন্ত্তক

আল আ’লা-সর্বোন্নত

সূরা:৮৭ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯১ ,আয়াত ১৯। [১] سَبِّحِ اسمَ رَبِّكَ الأَعلَى তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর, [২] الَّذي خَلَقَ فَسَوّى যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন। [৩] وَالَّذي قَدَّرَ فَهَدى আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন। [৪] وَالَّذي أَخرَجَ المَرعى আর যিনি তৃণ-লতা বের করেন। [৫] فَجَعَلَهُ غُثاءً أَحوى তারপর তা … Continue reading আল আ’লা-সর্বোন্নত

আল গাশিয়াহ্-আল গাশিয়াহ্

সূরা:৮৮ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯২ ,আয়াত ২৬। [১] هَل أَتاكَ حَديثُ الغاشِيَةِ কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে? [২] وُجوهٌ يَومَئِذٍ خاشِعَةٌ সেদিন অনেক চেহারা হবে অবনত। [৩] عامِلَةٌ ناصِبَةٌ কর্মক্লান্ত, পরিশ্রান্ত। [৪] تَصلى نارًا حامِيَةً তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। [৫] تُسقى مِن عَينٍ آنِيَةٍ তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। [৬] لَيسَ لَهُم طَعامٌ … Continue reading আল গাশিয়াহ্-আল গাশিয়াহ্

আল ফাজর-ভোরবেলা

সূরা:৮৯ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৩ ,আয়াত ৩০। [১] وَالفَجرِ কসম ভোরবেলার। [২] وَلَيالٍ عَشرٍ কসম দশ রাতের। [৩] وَالشَّفعِ وَالوَترِ কসম জোড় ও বিজোড়ের। [৪] وَاللَّيلِ إِذا يَسرِ কসম রাতের, যখন তা বিদায় নেয়। [৫] هَل في ذلِكَ قَسَمٌ لِذي حِجرٍ এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে? [৬] أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِعادٍ তুমি … Continue reading আল ফাজর-ভোরবেলা

আল বালাদ-নগর

সূরা:৯০ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৪ ,আয়াত ২০। [১] لا أُقسِمُ بِهذَا البَلَدِ আমি কসম করছি এই নগরীর। [২] وَأَنتَ حِلٌّ بِهذَا البَلَدِ আর তুমি এই নগরীতে মুক্ত। [৩] وَوالِدٍ وَما وَلَدَ কসম জনকের এবং যা সে জন্ম দেয়। [৪] لَقَد خَلَقنَا الإِنسانَ في كَبَدٍ নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট- ক্লেশের মধ্যে। [৫] أَيَحسَبُ أَن لَن يَقدِرَ … Continue reading আল বালাদ-নগর

আশ শামস-সূর্য

সূরা:৯১ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৫ ,আয়াত ১৫। [১] وَالشَّمسِ وَضُحاها কসম সূর্যের ও তার কিরণের। [২] وَالقَمَرِ إِذا تَلاها কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়। [৩] وَالنَّهارِ إِذا جَلّاها কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে। [৪] وَاللَّيلِ إِذا يَغشاها কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়। [৫] وَالسَّماءِ وَما بَناها কসম আসমানের এবং যিনি তা … Continue reading আশ শামস-সূর্য