আল লাইল-রাত্রি

সূরা:৯২ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৫ ,আয়াত ২১। [১] وَاللَّيلِ إِذا يَغشى কসম রাতের, যখন তা ঢেকে দেয়। [২] وَالنَّهارِ إِذا تَجَلّى বায়ান ফাউন্ডেশন:কসম দিনের, যখন তা আলোকিত হয়। [৩] وَما خَلَقَ الذَّكَرَ وَالأُنثى কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। [৪] إِنَّ سَعيَكُم لَشَتّى নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের। [৫] فَأَمّا مَن أَعطى وَاتَّقى সুতরাং যে … Continue reading আল লাইল-রাত্রি

আদ দুহা-পূর্বাহ্নের সূর্যকিরণ

সূরা:৯৩ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৬ ,আয়াত ১১। [১] وَالضُّحى কসম পূর্বা‎‎হ্নের, [২] وَاللَّيلِ إِذا سَجى কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। [৩] ما وَدَّعَكَ رَبُّكَ وَما قَلى তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। [৪] وَلَلآخِرَةُ خَيرٌ لَكَ مِنَ الأولى আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। [৫] وَلَسَوفَ يُعطيكَ رَبُّكَ فَتَرضى আর … Continue reading আদ দুহা-পূর্বাহ্নের সূর্যকিরণ

আল ইনশিরাহ- বক্ষ প্রশস্তকরণ

সূরা:৯৪ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৬ ,আয়াত ৮। [১] أَلَم نَشرَح لَكَ صَدرَكَ আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি? [২] وَوَضَعنا عَنكَ وِزرَكَ আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা, [৩] الَّذي أَنقَضَ ظَهرَكَ যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল। [৪] وَرَفَعنا لَكَ ذِكرَكَ আর আমি তোমার (মর্যাদার) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। [৫] فَإِنَّ مَعَ … Continue reading আল ইনশিরাহ- বক্ষ প্রশস্তকরণ

আত ত্বীন- ডুমুর

সূরা:৯৫ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৭ ,আয়াত ৮। [১] وَالتّينِ وَالزَّيتونِ কসম ‘তীন ও যায়তূন’ এর। [২] وَطورِ سينينَ কসম ‘সিনাই’ পর্বতের, [৩] وَهذَا البَلَدِ الأَمينِ কসম এই নিরাপদ নগরীর। [৪] لَقَد خَلَقنَا الإِنسانَ في أَحسَنِ تَقويمٍ অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। [৫] ثُمَّ رَدَدناهُ أَسفَلَ سافِلينَ তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। [৬] … Continue reading আত ত্বীন- ডুমুর

আল আলাক-রক্তপিন্ড

সূরা:৯৬ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৭ ,আয়াত ১৯। [১] اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذي خَلَقَ পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। [২] خَلَقَ الإِنسانَ مِن عَلَقٍ তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে। [৩] اقرَأ وَرَبُّكَ الأَكرَمُ পড়, আর তোমার রব মহামহিম। [৪] الَّذي عَلَّمَ بِالقَلَمِ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। [৯৬:৫] আল আলাক عَلَّمَ الإِنسانَ ما لَم يَعلَم … Continue reading আল আলাক-রক্তপিন্ড

আল ক্বাদর- মহিমান্বিত

সূরা:৯৭,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৮ ,আয়াত ৫। [১] إِنّا أَنزَلناهُ في لَيلَةِ القَدرِ নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’ [২] وَما أَدراكَ ما لَيلَةُ القَدرِ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী? [৩] لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। [৪] تَنَزَّلُ المَلائِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ সে রাতে ফেরেশতারা … Continue reading আল ক্বাদর- মহিমান্বিত

আল বাইয়্যিনাহ- সুস্পষ্ট প্রমাণ

সূরা:৯৮ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৮ ,আয়াত ৮। [১] لَم يَكُنِ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتابِ وَالمُشرِكينَ مُنفَكّينَ حَتّى تَأتِيَهُمُ البَيِّنَةُ কিতাবীদের মধ্যে যারা কুফরী করে তারা ও মুশরিকরা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত (নিজদের অবিশ্বাসে) অটল থাকবে। [২] رَسولٌ مِنَ اللَّهِ يَتلو صُحُفًا مُطَهَّرَةً আল্লাহর পক্ষ থেকে এক রাসূল পবিত্র কিতাবসমূহ তিলাওয়াত করে। [৩] فيها … Continue reading আল বাইয়্যিনাহ- সুস্পষ্ট প্রমাণ

আল যিলযাল-ভূমিকম্প

সূরা:৯৯ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৯ ,আয়াত ৮৮। [১] إِذا زُلزِلَتِ الأَرضُ زِلزالَها যখন প্রচন্ড কম্পনে যমীন প্রকম্পিত হবে। [২] وَأَخرَجَتِ الأَرضُ أَثقالَها আর যমীন তার বোঝা বের করে দেবে, [৩] وَقالَ الإِنسانُ ما لَها আর মানুষ বলবে, ‘এর কী হল?’ [৪] يَومَئِذٍ تُحَدِّثُ أَخبارَها সেদিন যমীন তার বৃত্তান্ত বর্ণনা করবে, [৫] بِأَنَّ رَبَّكَ أَوحى لَها যেহেতু তোমার … Continue reading আল যিলযাল-ভূমিকম্প

আল আদিয়াত-অভিযানকারী

সূরা:১০০ ,পারা:৩০ ,পৃষ্ঠা:৫৯৯ ,আয়াত ১১। [১] وَالعادِياتِ ضَبحًا কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির, [২] فَالمورِياتِ قَدحًا অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়, [৩] فَالمُغيراتِ صُبحًا অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়, [৪] فَأَثَرنَ بِهِ نَقعًا অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়, [৫] فَوَسَطنَ بِهِ جَمعًا অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে; [৬] إِنَّ الإِنسانَ لِرَبِّهِ لَكَنودٌ … Continue reading আল আদিয়াত-অভিযানকারী

আল ক্বারিয়াহ্-মহাসংকট

সূরা: ১০১, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০০, আয়াত ১১। [১] القارِعَةُ মহাভীতিপ্রদ শব্দ। [২] مَا القارِعَةُ মহাভীতিপ্রদ শব্দ কী? [৩] وَما أَدراكَ مَا القارِعَةُ তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কী? [৪] يَومَ يَكونُ النّاسُ كَالفَراشِ المَبثوثِ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত, [৫] وَتَكونُ الجِبالُ كَالعِهنِ المَنفوشِ আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মত। [৬] … Continue reading আল ক্বারিয়াহ্-মহাসংকট