আত তাকাসুর-প্রাচুর্যের প্রতিযোগিতা

সূরা: ১০২, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০০, আয়াত ৮। [১] أَلهاكُمُ التَّكاثُرُ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। [২] حَتّى زُرتُمُ المَقابِرَ যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। [৩] كَلّا سَوفَ تَعلَمونَ কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে, [৪] ثُمَّ كَلّا سَوفَ تَعلَمونَ তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। [৫] كَلّا لَو تَعلَمونَ عِلمَ اليَقينِ কখনো নয়, … Continue reading আত তাকাসুর-প্রাচুর্যের প্রতিযোগিতা

আল আছর-সময়

সূরা: ১০৩, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০১, আয়াত ৩। [১] وَالعَصرِ বায়ান ফাউন্ডেশন:সময়ের কসম, [২] إِنَّ الإِنسانَ لَفي خُسرٍ নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। [৩] إِلَّا الَّذينَ آمَنوا وَعَمِلُوا الصّالِحاتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।

আল হুমাযাহ-পরনিন্দাকারী

সূরা: ১০৪, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০১, আয়াত ৯। [১] وَيلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী। [২] الَّذي جَمَعَ مالًا وَعَدَّدَهُ যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে। [৩] يَحسَبُ أَنَّ مالَهُ أَخلَدَهُ সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে। [৪] كَلّا لَيُنبَذَنَّ فِي الحُطَمَةِ কখনো নয়, … Continue reading আল হুমাযাহ-পরনিন্দাকারী

আল ফীল-হাতি

সূরা: ১০৫, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০১, আয়াত ৫। [১] أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِأَصحابِ الفيلِ তুমি কি দেখনি তোমার রব হাতীওয়ালাদের সাথে কী করেছিলেন? [২] أَلَم يَجعَل كَيدَهُم في تَضليلٍ তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? [৩] وَأَرسَلَ عَلَيهِم طَيرًا أَبابيلَ আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। [৪] تَرميهِم بِحِجارَةٍ … Continue reading আল ফীল-হাতি

কুরাইশ-কুরাইশ গোত্র

সূরা: ১০৬, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০২, আয়াত ৪। [১] لِإيلافِ قُرَيشٍ যেহেতু কুরাইশ অভ্যস্ত, [২] إيلافِهِم رِحلَةَ الشِّتاءِ وَالصَّيفِ শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়। [৩] فَليَعبُدوا رَبَّ هذَا البَيتِ অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে, [৪] الَّذي أَطعَمَهُم مِن جوعٍ وَآمَنَهُم مِن خَوفٍ যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে … Continue reading কুরাইশ-কুরাইশ গোত্র

আল মাঊন-সাহায্য সহায়তা

সূরা: ১০৭, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০২, আয়াত ৭। [১] أَرَأَيتَ الَّذي يُكَذِّبُ بِالدّينِ তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে? [২] فَذلِكَ الَّذي يَدُعُّ اليَتيمَ সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, [৩] وَلا يَحُضُّ عَلى طَعامِ المِسكينِ আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। [৪] فَوَيلٌ لِلمُصَلّينَ অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, [৫] الَّذينَ هُم … Continue reading আল মাঊন-সাহায্য সহায়তা

আল কাওসার-প্রাচুর্য

সূরা: ১০৮, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০২, আয়াত ৩। [১] إِنّا أَعطَيناكَ الكَوثَرَ নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি। [২] فَصَلِّ لِرَبِّكَ وَانحَر অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর। \n\nঅর্থ কুরবানী কর। [৩] إِنَّ شانِئَكَ هُوَ الأَبتَرُ নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।

আল কাফিরুন- অবিশ্বাসী গোষ্ঠী

সূরা: ১০৯, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০৩, আয়াত ৬। [১] قُل يا أَيُّهَا الكافِرونَ বল, ‘হে কাফিররা, [২] لا أَعبُدُ ما تَعبُدونَ তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’। [৩] وَلا أَنتُم عابِدونَ ما أَعبُدُ এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’। [৪] وَلا أَنا عابِدٌ ما عَبَدتُم ‘আর তোমরা যার ‘ইবাদত … Continue reading আল কাফিরুন- অবিশ্বাসী গোষ্ঠী

আন নাসর-স্বর্গীয় সাহায্য

সূরা: ১১০, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০৩, আয়াত ৩। [১] إِذا جاءَ نَصرُ اللَّهِ وَالفَتحُ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, [২] وَرَأَيتَ النّاسَ يَدخُلونَ في دينِ اللَّهِ أَفواجًا আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে, [৩] فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَاستَغفِرهُ إِنَّهُ كانَ تَوّابًا তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং … Continue reading আন নাসর-স্বর্গীয় সাহায্য

আল লাহাব-জ্বলন্ত অংগার

সূরা: ১১১, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০৩, আয়াত ৫। [১] تَبَّت يَدا أَبي لَهَبٍ وَتَبَّ ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক। [২] ما أَغنى عَنهُ مالُهُ وَما كَسَبَ তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। [৩] سَيَصلى نارًا ذاتَ لَهَبٍ অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। [৪] … Continue reading আল লাহাব-জ্বলন্ত অংগার