আল ইখলাস-একত্ব

সূরা: ১১২, পাড়া: ৩০, পৃষ্ঠা ৬০৪, আয়াত:৪। [১] قُل هُوَ اللَّهُ أَحَدٌ বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। [২] اللَّهُ الصَّمَدُ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। [৩] لَم يَلِد وَلَم يولَد তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। [৪] وَلَم يَكُن لَهُ كُفُوًا أَحَدٌ আর তাঁর কোন সমকক্ষও নেই।

আল ফালাক-নিশিভোর

সূরা:১১৩,পারা: ৩০, পৃষ্ঠা ৬০৪, আয়াত ৫। [১] قُل أَعوذُ بِرَبِّ الفَلَقِ বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে, [২] مِن شَرِّ ما خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, [৩] وَمِن شَرِّ غاسِقٍ إِذا وَقَبَ আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, [৪] وَمِن شَرِّ النَّفّاثاتِ فِي العُقَدِ আর গিরায় ফুঁ-দানকারী … Continue reading আল ফালাক-নিশিভোর

আন নাস-মানব জাতি

সূরা: ১১৪, পারা: ৩০, পৃষ্ঠা: ৬০৪,আয়াত ৬। [১] قُل أَعوذُ بِرَبِّ النّاسِ বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব, [২] مَلِكِ النّاسِ মানুষের অধিপতি, [৩] إِلهِ النّاسِ মানুষের ইলাহ-এর কাছে, [৪] مِن شَرِّ الوَسواسِ الخَنّاسِ বায়ান ফাউন্ডেশন:কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে। [৫] الَّذي يُوَسوِسُ في صُدورِ النّاسِ যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। [৬] مِنَ … Continue reading আন নাস-মানব জাতি