আল জুমুআহ-সম্মেলন / শুক্রবার

সূরা:৬২ ,পারা:২৮ ,পৃষ্ঠা:৫৫৩ ,আয়াত ১১। [১] يُسَبِّحُ لِلَّهِ ما فِي السَّماواتِ وَما فِي الأَرضِ المَلِكِ القُدّوسِ العَزيزِ الحَكيمِ আসমানসমূহে এবং যমীনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহর। যিনি বাদশাহ, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। [২] هُوَ الَّذي بَعَثَ فِي الأُمِّيّينَ رَسولًا مِنهُم يَتلو عَلَيهِم آياتِهِ وَيُزَكّيهِم وَيُعَلِّمُهُمُ الكِتابَ وَالحِكمَةَ وَإِن كانوا مِن قَبلُ لَفي ضَلالٍ مُبينٍ … Continue reading আল জুমুআহ-সম্মেলন / শুক্রবার

আল মুনাফিকুন-কপট বিশ্বাসীগণ

সূরা:৬৩ ,পারা:২৮ ,পৃষ্ঠা:৫৫৪ ,আয়াত ১১। [১] إِذا جاءَكَ المُنافِقونَ قالوا نَشهَدُ إِنَّكَ لَرَسولُ اللَّهِ وَاللَّهُ يَعلَمُ إِنَّكَ لَرَسولُهُ وَاللَّهُ يَشهَدُ إِنَّ المُنافِقينَ لَكاذِبونَ যখন তোমার কাছে মুনাফিকরা আসে, তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন যে, অবশ্যই তুমি তাঁর রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। [২] … Continue reading আল মুনাফিকুন-কপট বিশ্বাসীগণ

আত তাগাবুন-মোহ অপসারণ

সূরা:৬৪ ,পারা:২৮ ,পৃষ্ঠা:৫৫৭ ,আয়াত ১৮। [১] يُسَبِّحُ لِلَّهِ ما فِي السَّماواتِ وَما فِي الأَرضِ لَهُ المُلكُ وَلَهُ الحَمدُ وَهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে যমীনে, সবই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করে। বাদশাহী তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। [২] هُوَ الَّذي خَلَقَكُم فَمِنكُم كافِرٌ وَمِنكُم مُؤمِنٌ … Continue reading আত তাগাবুন-মোহ অপসারণ

আত ত্বালাক-তালাক

সূরা:৬৫ ,পারা:২৮ ,পৃষ্ঠা:৫৫৮ ,আয়াত ১২। [১] يا أَيُّهَا النَّبِيُّ إِذا طَلَّقتُمُ النِّساءَ فَطَلِّقوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحصُوا العِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُم لا تُخرِجوهُنَّ مِن بُيوتِهِنَّ وَلا يَخرُجنَ إِلّا أَن يَأتينَ بِفاحِشَةٍ مُبَيِّنَةٍ وَتِلكَ حُدودُ اللَّهِ وَمَن يَتَعَدَّ حُدودَ اللَّهِ فَقَد ظَلَمَ نَفسَهُ لا تَدري لَعَلَّ اللَّهَ يُحدِثُ بَعدَ ذلِكَ أَمرًا হে নবী, (বল), তোমরা যখন স্ত্রীদেরকে তালাক … Continue reading আত ত্বালাক-তালাক

আত তাহরীম-নিষিদ্ধকরণ

সূরা:৬৬ ,পারা:২৮ ,পৃষ্ঠা:৫৬০ ,আয়াত ১২। [১] يا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ ما أَحَلَّ اللَّهُ لَكَ تَبتَغي مَرضاتَ أَزواجِكَ وَاللَّهُ غَفورٌ رَحيمٌ হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছ? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। [২] قَد فَرَضَ اللَّهُ لَكُم تَحِلَّةَ أَيمانِكُم وَاللَّهُ مَولاكُم وَهُوَ العَليمُ … Continue reading আত তাহরীম-নিষিদ্ধকরণ

আল মুলক-সার্বভৌম কতৃত্ব

সূরা:৬৭ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৬২ ,আয়াত ৩০। [১] تَبارَكَ الَّذي بِيَدِهِ المُلكُ وَهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব। আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। [২] الَّذي خَلَقَ المَوتَ وَالحَياةَ لِيَبلُوَكُم أَيُّكُم أَحسَنُ عَمَلًا وَهُوَ العَزيزُ الغَفورُ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে … Continue reading আল মুলক-সার্বভৌম কতৃত্ব

আল ক্বলম-কলম

সূরা:৬৮ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৬৪ ,আয়াত ৫২। [১] ن وَالقَلَمِ وَما يَسطُرونَ নূন; কলমের কসম এবং তারা যা লিখে তার কসম! [২] ما أَنتَ بِنِعمَةِ رَبِّكَ بِمَجنونٍ তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও। [৩] وَإِنَّ لَكَ لَأَجرًا غَيرَ مَمنونٍ আর নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। [৪] وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظيمٍ আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর … Continue reading আল ক্বলম-কলম

আল হাক্কাহ-নিশ্চিত সত্য

সূরা:৬৯ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৬৬ ,আয়াত ৫২। [১] الحاقَّةُ অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)। [২] مَا الحاقَّةُ অবশ্যম্ভাবী ঘটনা কী? [৩] وَما أَدراكَ مَا الحاقَّةُ আর কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী ঘটনা কী? [৪] كَذَّبَت ثَمودُ وَعادٌ بِالقارِعَةِ সামূদ ও ‘আদ সম্প্রদায় সজোরে আঘাতকারী (কিয়ামত)কে অস্বীকার করেছিল। [৫] فَأَمّا ثَمودُ فَأُهلِكوا بِالطّاغِيَةِ আর সামূদ সম্প্রদায়, তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস … Continue reading আল হাক্কাহ-নিশ্চিত সত্য

আল মাআরিজ-উন্নয়নের সোপান

সূরা:৭০ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৬৮ ,আয়াত ৪৪। [১] سَأَلَ سائِلٌ بِعَذابٍ واقِعٍ এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-* \n\n*আয়াতটির আরেক অর্থ হল, ‘একজন প্রার্থনাকারী এমন আযাবের দো‘আ করল যা আপতিত হবে’। [২] لِلكافِرينَ لَيسَ لَهُ دافِعٌ কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই। [৩] مِنَ اللَّهِ ذِي المَعارِجِ ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে, … Continue reading আল মাআরিজ-উন্নয়নের সোপান

নূহ-নবী নূহ

সূরা:৭১ ,পারা:২৯ ,পৃষ্ঠা:৫৭০ ,আয়াত ২৮। [১] إِنّا أَرسَلنا نوحًا إِلى قَومِهِ أَن أَنذِر قَومَكَ مِن قَبلِ أَن يَأتِيَهُم عَذابٌ أَليمٌ নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে (এ কথা বলে), ‘তোমার কওমকে সতর্ক কর, তাদের নিকট যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে’। [২] قالَ يا قَومِ إِنّي لَكُم نَذيرٌ مُبينٌ সে বলল, ‘হে আমার কওম! নিশ্চয় আমি … Continue reading নূহ-নবী নূহ